সারা দেশে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

গতকাল রোববার থেকে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সারাদেশে টাইফয়েড প্রতিরোধে জাতীয় টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এক মাসব্যাপী এ ক্যাম্পেইনে শিশুদের বিনামূল্যে ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হচ্ছে। নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশুকে এই টিকার আওতায় আনা হয়েছে।

কুষ্টিয়া : কুষ্টিয়ায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ৯ মাস থেকে ১৫ বছর বয়স পর্যন্ত সব ছেলে-মেয়েকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনতে হবে। টাইফয়েড এখন একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যা। এই টিকা নেওয়ার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে টাইফয়েডের ভয়াবহতা থেকে রক্ষা করতে পারব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা তথ্য অফিসের কর্মকর্তা, জেলা প্রশাসনের প্রতিনিধি।

গোপালগঞ্জ : জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের হলরুমে অনুষ্ঠিত এ টিকাদান ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন করে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। সিভিল সার্জন ডা. আবু সাইদ মো. ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পেইন সভায় পুলিশ সুপার মিজানুর রহমান বক্তব্য রাখেন। পরে জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের টাইফয়েড টিকা প্রদান করা হয়। আজ ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত জেলায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সের কম বয়সী সব শিশুকে বিনামূল্যে এক ডোজ টাইফযেড টিকা প্রদান করা হবে। এ ক্যাম্পেইনে জেলায় ৩ লাখ ৭৩ হাজার ৪৩ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

শরীয়তপুর : জেলা সদরের পালং উচ্চ বিদ্যালয়ে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক তাহসিনা বেগম। সিভিল সার্জন ডা. রেহান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তাহসিনা বেগম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুজ্জামান, উপ-পরিচালক পরিবার পরিকল্পনা মাসুদ মামুন, জেলা তথ্য কর্মকর্তা শাহীন মিয়া, শরীয়তপুর সদর হাসপাতালের শিশু কনসালটেন্ট ডা. রাজেশ মুজুমদার, জেলা ইপিআই সুপার মো. মোজাম্মেল হক।

ঠাকুরগাঁও : জেলায় ৪ লক্ষাধিক শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হচ্ছে। ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা সিভিল সার্জন ডা. আনিছুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আখতারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, টাইফয়েড টিকাদান কর্মসূচি শতভাগ সফল করতে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি। সবার সহযোগিতায় আমরা এই বিশাল কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে পারব। এতে শিশুদের টাইফয়েড জ্বরের ঝুঁকি কমে আসবে।

মুন্সীগঞ্জ : প্রফেসর ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে এই ক্যাম্পেইনের মুন্সীগঞ্জ জেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত। সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. এটিএম ওবাইদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর প্রধানরা।

চুয়াডাঙ্গা : সিভিল সার্জন কার্যালয়ের চত্বরে এই ক্যাম্পেইন আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন চুয়াডাঙ্গা জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক শারমিন আক্তার। এ সময় অনুষ্ঠানটি আয়োজন করেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়। এবার ২ লাখ ৭৭ হাজার ২৪৭ জন শিশু কিশোররা একটি করে পাবে টাইফয়েড টিকা। প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক শারমিন আক্তার বলেন, টাইফয়েডের টিকা নিলে শিশু কিশোরদের স্বাস্থ্য ঝুঁকি কমে আসবে। তাই টাইফয়েডের এই টিকা খুবই জরুরি। সরকারে যে মহতী উদ্যোগ তা বাস্তবায়ন করতে হবে। এই টিকা পেতে হলে সবাইকে অনলাইনে রেজিষ্ট্রেশন করতে হবে। তাই টিকা নেওয়াটা সবার জন্য জরুরি। এই টিকা নেওয়ার জন্য সবাইকে সবার জায়গা থেকে প্রচার প্রচারণা করতে হবে। তাহলে সরকারের স্বাস্থ্য সেবাটা আরও বাড়বে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন­- চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক বিদুৎ কুমার বিশ্বাস, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা. দীপক কুমার বিশ্বাস, সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান, জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ প্রমুখ।

টাঙ্গাইল : টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ফরাজী মো. মাহবুবুল আলম মঞ্জুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচএম মাহবুব রেজওয়ান সিদ্দিকী, জেলা তথ্য অফিসার তাহলিমা জান্নাত প্রমুখ। এ সময় জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও আমন্ত্রিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্বাস্থ্য বিভাগের নিয়োজিত কর্মীরা শিশুদের টাইফয়েড টিকা প্রদান করেন।

বাগেরহাট : সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান।

এ সময় বাগেরহাটের সিভিল সার্জন ডা. আ স মো মাহবুবুল আলম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শেখ রিয়াদুজ জামান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. রিয়াসাত আজিম রাতুল, জেলা শিক্ষা কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বাগেরহাটে এবার মোট ৪ লাখ ১১ হাজার ৩৮১ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্থায়ী ও অস্থায়ী মিলে মোট এক হাজার ৮৫৮ টিকা কেন্দ্রে এবং দুই হাজার ২২১টি শিক্ষা প্রতিষ্ঠানে এই টিকা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত বাগেরহাট জেলায় লক্ষাধিক শিশু নিবন্ধন করেছেন।

বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বলেন, টাইফয়েড প্রতিরোধে সবাইকে এই টিকা গ্রহণ করতে হবে।

বাঁশখালী (চট্টগ্রাম) : বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আকন , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা শিক্ষা অফিসার আবদুল হামিদ, সিভিল সার্জন প্রতিনিধি ডা. পিনাকী দাশ, ডা. রাশেদুল ইসলাম, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ, সহকারী প্রধান শিক্ষক রাজিব কুমার দাশ, বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল্লাহ, স্যানিটারি ইন্সপেক্টর ছৈয়দ আকবর, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. জয়নাল আবেদীন, সাংবাদিক শফকত হোসাইন চাটগামী, শাহ মোহাম্মদ শফি উল্লাহ, মুহাম্মদ মিজান বিন তাহের, শিব্বির আহমদ রানা প্রমুখ।

শ্রীপুর (মাগুরা) : শ্রীপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে শ্রীপুর সেন্ট্রাল কেজি স্কুলে টাইফয়েড টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়। একইসঙ্গে শ্রীপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী উম্মে হাফসা ও উম্মে হাবিবাকে টাইফয়েড টিকা প্রদানের মধ্যে দিয়ে মাসব্যাপী টিকা ক্যাম্পেনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী। উদ্বোধনী অনুষ্ঠানের আগে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটনের সভাপতিত্বে আলোচন সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী।

রাজারহাট (কুড়িগ্রাম) : সোহরাওয়ার্দ্দী অডিটরিয়ামে প্রথমবারের মতো টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান। এ সময় উপস্থিত ছিলেন- রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. গোলাম রসুল রাখি, উপজেলা নির্বাচন অফিসার মাহবুবা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আয়শা সিদ্দিকা, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম, চাকিরপশার তালুক সপ্রাবি প্রধান শিক্ষক নুর ইসলাম, প্রেসক্লাব রাজারহাটের সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত প্রমুখ।

কাউখালী (পিরোজপুর) : উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মতিউর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক মো. শহিদুজ্জামান প্রমুখ।

বড়াইগ্রাম (নাটোর) : ধানাইদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস প্রধান অতিথি হিসাবে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মলয় কুমার কুন্ডু, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুশী রাণী তাম্বলী, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সেক্রেটারি সেলিম হোসেন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

হোসেনপুর (কিশোরগঞ্জ) : গতকাল হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এবার এ উপজেলায় ৫৮ হাজার ৭০৬ জন শিশু কিশোরকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে। ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ও ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ১৪৪টি কমিউনিটি টিকাদান কেন্দ্রে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের এসব টাইফয়েড টিকা দেওয়া হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকোর সঞ্চালনায় টিকাদান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আঞ্জুমান ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আছমা, ডা. হাসিব খান প্রমুখ।