পিআরসহ পাঁচ দফা দাবিতে জামায়াতের স্মারকলিপি

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, জুলাই সনদের আইনিভিত্তিসহ পাঁচ দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল রোববার ঢাকাসহ দেশের সব জেলা প্রশাসকের কাছে একযোগে স্মারকলিপি দেন দলটির নেতারা।

সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা। গতকাল বিকালে শহরের খুলনারোড মোড়স্থ আসিফ চত্ত্বর এলাকা ও শহিদ আব্দুর রাজ্জাকা পার্ক থেকে পৃথক বিক্ষোভ মিছিলে শতশত নেতাকর্মী জেলা প্রশাসক মোস্তাক আহমেদের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা নায়েবে আমির ডা. মাহামুদুল হক, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক প্রমুখ।

পঞ্চগড় : উপদেষ্টা বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ মিছিল করেছে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামী। গতকাল দুপুরে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীসহ অঙ্গ সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, নায়েবে আমির মাওলানা মফিজ উদ্দিন, সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শফিউল ইসলাম প্রমুখ।

রংপুর : জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে রংপুর জেলা ও মহানগর জামায়াতে ইসলামী। গতকাল দুপুরে রংপুর নগরীর জুলাই চত্বরে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জামায়াত। পরে মিছিলসহ তারা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেন। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন, রংপুর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রব্বানী। এতে বক্তব্য দেন মহানগর জামায়াতের আমির উপাধ্যক্ষ এটিএম আজম খান।

জয়পুরহাট : জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল বিকাল ৩টার দিকে শহিদ ডা. আবুল কাশেম ময়দান থেকে জেলা জামায়াতের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। জেলা জামায়াতের নেতারা বলেন- জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে অবাধও সুষ্ঠু নির্বাচন, ফ্যাসিস্ট সরকারের বিচার এবং জাতীয় পার্টি ও তাদের সহযোগীদের নিষিদ্ধ করার দাবি জানান তারা।

ফরিদপুর : জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকাল ১০টায় ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সংগঠনের আমির মাওলানা বদরুদ্দীন আহমেদের সভাপতিত্বে জুলাই সনদেরভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে উক্ত কর্মসূচি পালন করা হয়।

এর অংশ হিসেবে শহরের জনতা ব্যাংকের মোড় হতে এক গণমিছিল বের করা হয়। এটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ ও সমাবেশ পরবর্তী জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় বক্তব্য রাখেন- ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল ওহাব, নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদ, পৌর শাখার আমির ডা. রুবেল।

ঝিনাইদহ : পাঁচ দফা দাবিতে ঝিনাইদহে র‌্যালি ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেছে জামায়াতে ইসলামী। গতকাল সকালে শহরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর থেকে জেলা জামায়াতের পক্ষ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে তাদের দাবি-সংবলিত স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর পেশ করেন। এর আগে শহিদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মো. আবু বকর, নায়েবে আমির আব্দুল আলিম, সেক্রেটারি অধ্যাপক আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি কাজী সহির আহম্মদ, কেন্দ্রীয় শুরা সদস্য প্রফেসর মতিয়ার রহমান, বাইতুল মাল সম্পাদক তাজুল ইসলাম, সদর শাখার আমির ড. হাবিবুর রহমান, শহর শাখার আমির অ্যাডভোকেট ইসমাইল হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।