কিশোরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত এক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ইটনায় গরু চুরি চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ৩০ জন। গত রোববার দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার মৃগা ইউনিয়নের গজারিয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রোমান মিয়া (২২) গজারিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাফর ইকবাল জানান, গজারিয়া গ্রামের ইউপি সদস্য জসিম উদ্দিন ও একই এলাকার আবদুল করিমের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল।

কয়েকদিন আগে জসিম উদ্দিনের বাড়ি থেকে গরু চুরি চেষ্টার অভিযোগ ওঠে প্রতিপক্ষের বিরুদ্ধে। বিষয়টি সামাজিকভাবে মীমাংসার কথা থাকলেও গত রোববার উভয় পক্ষের অন্তত চার শতাধিক মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে জসিম উদ্দিনের পক্ষের রোমান মিয়াসহ আহত হয় বেশ কয়েকজন। স্থানীয়রা তাদের কিশোরগঞ্জ এবং পার্শ্ববর্তী সিলেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোমান মিয়াকে মৃত ঘোষণা করেন, বাকিরা এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি মুহাম্মদ জাফর ইকবাল।