শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশের উৎসব ভাতা এবং জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের উপর বর্বোরচিত হামলার প্রতিবাদে নীলফামারীর জলঢাকায় কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট জলঢাকার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় জিরোপয়েন্ট মোড়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি আলহাজ সাইদার রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান চৌধুরী রোকন, মাদরাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সবুর, পাঠানপাড়া এমইউ আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক জিকরুল হক, গাবরোল তহসিলদার পাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমিন সুলতানা প্রমুখ।
