বাগেরহাটে রাজনৈতিক সংলাপ
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বাগেরহাট প্রতিনিধি
‘তারুণ্যের স্বপ্ন’ আমাদের নির্বাচনি ইস্তেহার, আমাদের ভবিষৎ- স্লোগান নিয়ে রাজনৈতিক দলের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বাগেরহাট শহরের জেলা পরিষদ অডিটরিয়াম মিলনায়তনে এই সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এনসিপি এই চারটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বাগেরহাট ১ ও ২ এই দুটির সংসদীয় আসনের ৮ জন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দুই শতাধিক তরুণ-তরুণী, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আগামী নির্বাচনে তারা সংসদ সদস্য নির্বাচিত হলে এবং তাদের দল সরকারে গেলে এই অঞ্চলের সমস্যা, নানা সংকট ও উন্নয়ন নিয়ে তরুণরা তাদের ভাবনা থেকে সরাসরি প্রশ্ন করেন। সব দলের প্রতিনিধিরা তাদের দলের পক্ষে উত্তর দেন। বিএনপি থেকে জেলা বিএনপির সাবেক এমএ সালাম ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলাম, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ ও জেলা যুব বিভাগের সভাপতি শেখ মনজুরুল হক রাহাদ, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ও শেখ জিল্লুর রহমান, এনসিপির কেন্দ্রীয় নেতা রহমত উল্লাহ ও জেলা আহ্বায়ক মোর্শেদ আনোয়ার সোহেল। সংলাপটির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা- বাধন মানব কল্যাণ সংস্থা।
