দেবহাটায় তারুণ্য মেলা উদ্বোধন
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আরকে বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপনে তারুণ্য মেলা উদ্বোধন ও তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা মুক্ত মঞ্চে তারুণ্যের মেলা উদ্বোধন পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব আলমগীর হোসেন।
বিশেষ অতিথি ছিলেন- দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান, সখিপুর সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ অরোক কুমার ব্যানার্জী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত কমিটির কমাণ্ডার আব্দুল বারী মোল্লা, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী ও উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম। সঞ্চালনায় ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান।
