কষ্টি পাথরের মূর্তিসহ গ্রেপ্তার দুই

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

রংপুর র‌্যাব-১৩ এর অভিযানে দিনাজপুর জেলার খানসামা থানাধীন এলাকা থেকে কষ্টি পাথরের মূর্তিসহ ২ জন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী সংবাদ মাধ্যমে জানান, চোরাকারবারীদের বিরুদ্ধে র‌্যাবের চলমান এই অভিযানের ধারাবাহিকতায় গত সোমবার দুপুরে র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুরের একটি আভিযানিক দল দিনাজপুর জেলার খানসামা থানাধীন ২নং ভেরবেড়ী ইউপির ৭নং ওয়ার্ডের ভেরবেড়ী আমরত শাহ গ্রামে জনৈক মো. আব্দুল মাজেদ (৫০), পিতা- মৃত তছির উদ্দিনের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে।

ধৃত আসামির বসতবাড়ি তল্লাশির সময় বসতবাড়ির পশ্চিমপার্শ্বে রান্নাঘর থেকে ৯.২৫০ কেজি ওজনের কষ্টি পাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়। এ সময় অভিযুক্ত আব্দুল মাজেদ ও আলী আজমকে গ্রেপ্তার করা হয়।