সাভারে মদের কারখানায় অভিযান

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সাভার প্রতিনিধি

ঢাকার সাভারে হাঁসের খামারের আড়ালে গড়ে ওঠা দেশীয় মদের কারখানায় অভিযান চালিয়ে ৫০০ লিটার দেশি মদ জব্দের পাশাপাশি এক যুবককে আটক করেছে র‍্যাব-৪। গতকাল মঙ্গলবার মধ্যরাতে পৌর ধরেন্ডা এলাকার ‘পল কোড়াইয়া’ নামক এক ব্যক্তির বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানে জব্দকৃত কিছু আলামত রেখে অধিকাংশ মদ ঘটনাস্থলে ধ্বংস করে দেওয়া হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভার পৌর ধরেন্ডা এলাকার ‘পল কোড়াইয়া’ নামক এক ব্যক্তির বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫০০ লিটার বাংলা মদ জব্দের পাশাপাশি ‘নিথিন এ্যান্থনি কোড়াইয়া’ নামের এক যুবককে আটক করা হয়েছে।