টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত তিন, আহত ১২

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  টাঙ্গাইল প্রতিনিধি

যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাঐখোলা নামকস্থানে গতকাল বুধবার দুপুরে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন। হতাহতরা সবাই বাসযাত্রী। পুলিশ ও স্থানীয়রা জানায়, জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা ভাই ভাই পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি মহাসড়কের বাঐখোলা নামকস্থানে পৌঁছলে ঢাকাগামী একটি ট্রাককে ওভারটেক (অতিক্রম) করার চেষ্টা করে। এ সময় ঢাকাগামী রড ভর্তি অন্য একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নারী নিহত হয়। এ সময় পুলিশ আহত ১৪ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত বলে ঘোষণা করেন।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন জানান, নিহত ওই তিন বাসযাত্রীর পরিচয় সনাক্তের চেষ্ট চলছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।