বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন- প্রতিপাদ্যে দেশের বিভিন্ন স্থানে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার র‌্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

শরীয়তপুর : র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক তাহসিনা বেগমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার এসকে শরীফ উজ জামান, উপ-পরিচালক সমাজসেবা, আনোয়ারুল করিম, কনসালটেন্ট ফিজিওথেরাপি, এমএম ইয়াসিন মোহাম্মদ। অনুষ্ঠানে ৬টি হুইল চেয়ার ও ৬টি সাদাছড়ি প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয়। বক্তারা বলেন, প্রতিবন্ধীরা সমাজের বিশাল একটি অংশ। তাই এদেরকে বাদ দিয়ে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। সবাইকে সঙ্গে নিয়েই আমাদের সার্বিক উন্নয়ন সাধন করতে হবে।

সুনামগঞ্জ : জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সূচিত্রা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মতিউর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) তাপস শীল। সুনামগঞ্জ প্রতিবন্ধীসেবা কেন্দ্রের কনসালটেন্ট ডা. তানজিল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, দৈনিক মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহজাহান চৌধুরী, নুরুর রব চৌধুরী, সুবিমল চক্রবর্তী চন্দন, নুরুল আলম ছিদ্দিকী, আব্দুর রাজ্জাক, তাজুল ইসলাম তারেক, নুর উদ্দিন প্রমুখ। স্মার্ট সাদাছড়ি ব্যবহারের বিভিন্ন কৌশল উপস্থাপন করেন, সুনামগঞ্জ প্রতিবন্ধীসেবা কেন্দ্রের থেরাপি সহকারী আরিফুল ইসলাম। আলোচনা সভা শেষে আটজন দৃষ্টি প্রতিবন্ধীর হাতে স্মার্ট সাদাছড়ি তুলে দেন অতিথিরা। এর আগে এক বর্ণাঢ্য র‌্যালি জেলা কালেক্টরেট চত্বর প্রদক্ষিণ করে।

চুয়াডাঙ্গা : দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করেন জেলা প্রশাসক, জেলা সমাজসেবা অধিদপ্তর, প্রতিবন্ধীসেবা ও সাহায্যকেন্দ্র এবং প্রতিবন্ধী বিদ্যালয়সমুহ। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী। সভার শুরুতে প্রতিবন্ধী সেবার লক্ষ্য উদেশ্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা প্রতিবন্ধীসেবা সাহায্য কেন্দ্রের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম। এরপর সভায় প্রতিবন্ধীদের সেবাকার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, গতকাল বুধবার সারা দেশের মতো করে যথাযথ মর্যাদায় সাদাছড়ি দিবস পালন সম্পন্ন করা হলো। দেশে বর্তমানে প্রতিবন্ধীদের সংখ্যা বাড়তেই আছে। প্রতিবন্ধীদের সঙ্গে কখনও খারাপ আচরণে কথা বলা যাবে না। তাদের সঙ্গে সবসময় ভালো ব্যাবহার করতে হবে। প্রতিবন্ধী শিশুদের মানুষ করার পিছনে বাবা মায়ের অবদান তুলনা করা যায় না। যার অবদান অনেক। প্রতিবন্ধীদের প্রতি সহানুভুতিশীল হওয়া প্রয়োজন। তাই সবার প্রতি এটি আহ্বান। সরকারের পাশাপাশি সবাই মিলে প্রতিবন্ধীসেবা আরও গতিশীল করতে হবে। এ সময় আরও বক্তব্য রাখেন- চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ, সহকারী পরিচালক আইনাল হক, জেলা প্রতিবন্ধী ও সমাজসেবা কেন্দ্রের কনসালটেন্ট ডা. নুর আলম আকাশ, দৈনিক পশ্চিমাঞ্চলের সম্পাদক ও প্রকাশক আজাদ মালিতা প্রমুখ।