বোরহানউদ্দিনে ২১ জেলের কারাদণ্ড
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
মা ইলিশ রক্ষা অভিযানে ভোলায় ২১ জেলে কে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত বোরহানউদ্দিন উপজেলার তেতুঁলিয়া নদীতে উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় সরকার কর্তৃক নিষিদ্ধ সময়ে মা ইলিশ আহরণের অপরাধে ২১ জন জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুজ্জামান ৯ জন এবং সহকারী কমিশনার (ভূমি) রনজিত চন্দ্র দাস অন্য ১২ জেলেকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অভিযানকালে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ৩০ কেজি ইলিশ মাছ বিধি মোতাবেক বিতরণ করা হয়। অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, নৌ-কন্টিনজেন্ট, বোরহানউদ্দিন ও বোরহানউদ্দিন থানা প্রশাসনের সদস্যরা সহায়তা করেন। মা ইলিশ সংরক্ষণে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।
