বাসচাপায় নারীর মৃত্যু
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় রূপ বানু (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল সকাল ৯টার দিকে ওই সড়কের আকনবাড়ি বাসস্ট্যান্ডের সামনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রূপবানু রাস্তা পার হচ্ছিলেন। ওই সময় কুয়াকাটা থেকে ছেড়ে আসা দ্রুত গতির বৈশাখী পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়। পরে স্থানীয়রা গাড়িটি খুরিয়ার খেয়াঘাট নামক স্থানে আটক করলেও ড্রাইভার হেলপার পালিয়ে গেছেন।
