শরীয়তপুরে ১৬০ কেজি ইলিশ জব্দ

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে মা ইলিশ রক্ষা অভিযানে চার জেলের দণ্ড, ২৫ লাখ মিটার কারেন্ট জাল ও ১৬০ কেজি ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল শুক্রবার ভোর ৬টা থেকে জাজিরা সিডারচর, বাবুরচর, সফিকাজির মোড় ও নড়িয়ার চরাত্রা এলাকার পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, মৎস্য অধিদপ্তর, পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের নির্বাহী মাজিস্ট্রেট মেহেদী হাসান পলাশ বলেন, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা অভিযানের আওতায় গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ শিকার, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ স্মপূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।

তারই ধারাবাহিকতায় গতকাল যৌথ অভিযানে চার জেলেকে আটক করে দণ্ডিত করা হয়েছে। এ সময় ২৫ লাখ মিটার কারেন্ট জাল ও ১৬০ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং মাছ এতিমখানা, মাদ্রাসা ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে। ধ্বংসকৃত কারেন্ট জালের আনুমানিক মূল্য ৫ কোটি টাকা। মা ইলিশ রক্ষা অভিযানের নির্ধারিত সময় পর্যন্ত আমরা কঠোর নজরদারি ও টহল অব্যাহত রাখব।