কুড়িগ্রামে ১১ রোহিঙ্গা আটক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১১ রোহিঙ্গাকে আটক করেছে বালাদেশ বর্ডার গার্ড।গতকার শুক্রবার সকালের তাদের আটক করা হয়। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকালের দিকে ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট-কচাকাটাগামী রাস্তার মধ্যে তারা ঘোরা ফেরা করতে থাকেন। এ সময় সোনাহাট বিজিবি ক্যাম্পের টহলরত বিজিবি দল তাদের সন্দেহজনকভাবে আটক করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রায় আট বছর আগে তারা কক্সবাজারের উখিয়ার বালুখালি এবং কুতুংপালং ক্যাম্প থেকে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যাওয়ার পর হায়দ্রাবাদের কাঞ্চনবাগ এলাকায় তারা অবস্থান গ্রহণ করে। তাদের পরিবারের অন্য সদস্যরা এখনো কক্সবাজারের ওই ক্যাম্পগুলোতে অবস্থান নিয়ে আছে বলে তারা জানায়।
এ ব্যাপারে ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ বলেন, বিজিবি ১১ জনকে থানায় নিয়ে এসেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
