নারায়ণগঞ্জ আদালতে ই-বেল বন্ডের কার্যক্রম শুরু
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশের প্রথম জেলা হিসেবে নারায়ণগঞ্জ আদালতে আনুষ্ঠানিক ভাবে ই-বেল বন্ডের কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনেই দ্রুততম সময়ের মধ্যে জামিনে মুক্তি পেয়েছেন সাতজন আসামি। গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম একজন আসামির ই-বেল বন্ড গ্রহণ করার মধ্যদিয়ে নারায়ণগঞ্জ আদালতে ই-বেল বন্ডের কার্যক্রম শুরু হলো।
এ সময় নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম বলেন, আইন উপদেষ্টা গত বুধবার বাংলাদেশের প্রথম নারায়ণগঞ্জে ই-বেল বন্ড প্রবর্তন করার পর গত বৃহস্পতিবার আমরা এর কার্যক্রম শুরু করেছি। বিচারপ্রার্থীরা অচিরেই এর সুফল ভোগ করতে পারবে। এজন্য তিনি আইনজীবী, আদালতের বেঞ্চসহকারী ও বিচারপ্রার্থী জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, নারায়ণগঞ্জ আদালতে ই-বেল বন্ড চালু হওয়ায় জামিন নামা জালিয়াতি এবং সব ধরনের হয়রারি চিরতরে বন্ধ হবে ইনশাআল্লাহ।
নারায়নগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. ফোরকান ওয়াহিদ বলেন, ই-বেল বন্ডের মাধ্যমে প্রথম দিনেই দ্রুততম সময়ের মধ্যে জামিনে মুক্তি পেয়েছেন সাতজন আসামি। নির্ধারিত সময় বিকাল ৪টার মধ্যে ১০ জন আসামির ই-বেল বন্ডের মধ্যে সাতজন আসামি মুক্তি পেয়েছেন। বাকি তিনজনের বিরুদ্ধে অন্য মামলা থাকায় তাদের মুক্তি মেলেনি। এছাড়া নির্ধারিত সময়ের পর আরও সাতজনের ই-বেল বন্ড পাওয়া গেছে, তারা গতকাল শুক্রবার সকালে মুক্তি পেয়েছেন। সব মিলিয়ে মোট ১৭ জন আসামির ই-বেল বন্ড নারায়ণগঞ্জ কারাগারে এসেছে বলে তিনি জানান। জেল সুপার মো. ফোরকান ওয়াহিদ বলেন, ই-বেল বন্ড চালু হওয়ায় স্বাক্ষর জাল করে আসামি জামিন করার ঝুকি কমবে এবং সময় সাশ্রয়ীসহ বিচারপ্রার্থী জনগনের ভোগান্তি লাঘব হবে।
নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন বলেন, আজ সর্ব প্রথম বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রে আদালত থেকে ফতুল্লা থানার ৪৭(৪)২৫ মোকদ্দমার আসামি রায়হান ইসলামের জামিন মঞ্জুরের পর ই-বেল বন্ডের মাধ্যমে খুব সহজে ও বিনা হয়রানিতে বেল বন্ড পূরণ করে পাঠালাম। তিনি বলেন, ই-বেল বন্ড খুব সহজ একটি প্রক্রিয়া। আশাকরি সারা বাংলাদেশের আদালতে ই-বেল বন্ডের মাধ্যমে কোনো প্রকার হয়রানি ছাড়া দ্রুত বেলবন্ড জেলা কারাগারে পৌঁছবে এবং আসামি জামিন লাভের পর দ্রুত পরিবারের সদস্যদের কাছে ফিরে আসবে।
