‘মানবিক সাংবাদিকতার বিকল্প নেই ’
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
যশোর প্রতিনিধি
সাংবাদিক ইউনিয়ন যশোর (জেইউজে)-র দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে প্রেসক্লাব যশোরের শহিদ গোলাম মাজেদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভাটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এসএম ফরহাদ ও সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান। সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান। সভার শুরুতে কোরআন তিলাওয়াত করেন এসএম সোহেল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন। প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন ছিলেন বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল, জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, প্রেসক্লাব সেক্রেটারি এসএম তৌহিদুর রহমান, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি আনিসুজ্জামান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি নূর ইসলাম, প্রেসক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর বাবু এবং যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান প্রমুখ।
প্রধান অতিথি অধ্যাপক নার্গিস বেগম বলেন, ফ্যাসিস্ট শাসনের পতনের সময় যারা রাজপথে থেকে সাংবাদিকতা করেছেন, তারা এখনও মাঠে আছেন তারা পালাননি। কিন্তু যারা পালিয়ে গিয়েছিল, তারা আজও সেই দুষ্টু চরিত্রের মানুষ। স্বৈরাচারী সরকারের দমন-নীতির কারণে যশোরে আন্দোলনে ৮৬ জন মানুষ প্রাণ হারিয়েছেন।
