ঝিনাইদহে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলার তমালতলা বাজারে যৌথ বাহিনীর উপস্থিতিতে ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগ এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। গতকাল শনিবার রাস্তার দুধারে গড়ে উঠা এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়। এর আগে মাইকিং করে ও পত্র-পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশসহ অধিগ্রহণকৃত জমি থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ জারি করে ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগ। শৈলকুপার শেখপাড়া বাজার থেকে শুরু করে লাঙ্গলবাধ বাজার পর্যন্ত রাস্তার দুধারে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে গণবিজ্ঞপ্তিতে বলা হয়। এরই অংশ হিসেবে শনিবার তমালতলা বাজারের অংশে অধিগ্রহণকৃত জায়গা থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক ও জনপথ বিভাগ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সড়ক ও জনপথের এস্টেট ও আইন কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক। এ সময় ঝিনাইদহ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান, সহকারী প্রকৌশলী ও স্টাফ কর্মকর্তা আহসান-উল-কবির, উপ-বিভাগীয় প্রকৌশলী জিয়াউদ্দিন, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) স্বজন ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী হাসান আল মামুন, উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) রাকিবুল ইসলাম, সার্ভেয়ার সোহেল রানাসহ সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম উপস্থিত ছিলেন। এ অভিযানে আনুমানিক ২০ থেকে ২৫টি পাকা, সেমিপাকা ও টিনশেড দোকানপাট উচ্ছেদ করা হয়েছে বলে জানা গেছে।