হেরোইনসহ কারবারি গ্রেপ্তার

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের সলংগা থানার নলকা ওভার ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৩১১ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি লিটনকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব-১২-এর সদস্যরা। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিয়ার মানিক চকগ্রামের নজরুল ইসলামের ছেলে। র‌্যাব-১২-এর অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার সন্ধ্যার দিকে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ৩১১ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ১ হাজার ১১০ টাকা ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।