দেড় মণ গাঁজাসহ দুই কারবারি আটক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৭৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ফুলবাড়ি থানা পুলিশ। সঙ্গে মাদক পরিবহনের কাজে একটি সিএনজিও জব্দ করে পুলিশ।
গতকাল রোববার বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানা পুলিশ। এরআগে গত শনিবার রাতে উপজেলার উত্তর কাশিপুর তেলীপাড়া ঘুঘুরহাট-নাগেশ্বরী সড়ক থেকে এসব গাঁজা ও একটি সিএনজিসহ দুই মাদক কারবারিকে আটক করে পুলিশ। তারা হলেন- উপজেলার সদর ইউনিয়নের বুদারবান্নি এলাকার মৃত রজব আলীর ছেলে খোরশেদ আলম (৩৮) ও একই উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের খলিশাকোঠাল এলাকার মৃত শমসের আলীর ছেল শফিকুল ইসলাম (৫০)।
ফুলবাড়ী থানার শওকত আলী সরকার জানান, আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
