মুন্সীগঞ্জে মৌমাছির কামড়ে ১০ শিশু আহত
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদর উপজেলায় পরিচ্ছন্নতা কাজের সময় মৌমাছির কামড়ে ১০ শিক্ষার্থী আহতের ঘটনা ঘটেছে। গতকাল রোববার দুপুর সাড়ের ১২টার দিকে বানিয়াল মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এঘটনা ঘটে। এ ঘটনায় আহত মাহফুজ (১০), মাহদী (১০) হাবিব (১১) ইউসুফ (১০), জাহিদ হাসান (১২), রিফাত (১১), মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তারা সবাই তৃতীয় শ্রেণির ছাত্র। আহত শিক্ষার্থীরা জানান, দুপুরে ক্লাসের ফাকে বিদ্যালয়ে একটি কক্ষে তারা পরিষ্কার করছিল। এ সময় কেউ একজন বিদ্যালয়ের দেওয়ালে থাকা মৌচাকে ঢিল ছুড়লে অসংখ্য মৌমাছি ছুটে এসে শিশু শিক্ষার্থীদের শরীরে হুল ফুটায়।
বিদ্যালয়ের শিক্ষক মো. রাসেল জানান, দুপুরে হঠাৎ শিক্ষার্থীদের চিৎকার শুনতে পায়। এ সময় তাদের মৌমাছি কামড়ে আহত করে। দেখতে পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়।
