জরাজীর্ণ বিদ্যালয় ভবনে পাঠদান
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার নাউরিপাড়া বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এখন এক মৃত্যুফাঁদ। জরাজীর্ণ ভবনের কলাম ও দেওয়ালে বিরাট ফাটল। বেরিয়ে এসেছে রড, খসে পড়ছে পলেস্তারা। ছাদ দিয়ে পানিও পড়ে। এমন বিপজ্জনক অবস্থাতেই চলছে পাঠদান। ফলস্বরূপ, ১৫৪ জন কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষক-অভিভাবকেরা প্রতিটি মুহূর্ত কাটাচ্ছেন চরম আতঙ্কে।
১৯৭৫ সালে প্রতিষ্ঠিত এই স্কুলটিতে ১৯৯০ ও ২০০৮ সালের দুটি ঝুঁকিপূর্ণ ভবনে মাত্র পাঁচটি কক্ষে গাদাগাদি করে চলছে শিক্ষা। যদিও ফলাফলের দিক দিয়ে স্কুলটি এগিয়ে, কিন্তু যেকোনো মুহূর্তে ভবন ধসে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
শিক্ষকরা ভারাক্রান্ত হৃদয়ে জানান, অন্য কোনো উপায় না থাকায় বাধ্য হয়ে তারা ক্লাস নিচ্ছেন। ভয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে চায় না। ছাদ থেকে সিমেন্ট-বালুর স্তর এসে গায়ে পড়ায় শিক্ষার্থীরা মনোযোগ দিতে পারে না, ফলে অনেকে স্কুল ছেড়ে অন্য প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছে।
এছাড়াও, স্কুলে প্রবেশের নির্দিষ্ট পথ না থাকায় অন্যের জায়গা দিয়ে, দুই পাশে পুকুর ও ভাঙা পাড় পেরিয়ে যেতে হয়, যা অভিভাবকদের জন্য উদ্বেগের কারণ।
প্রধান শিক্ষক আব্দুস সাত্তার জানান, তিনি ২০১৮ সালে যোগ দেওয়ার পর থেকেই বহুবার নতুন ভবনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে জরুরি চিঠি দিয়েছেন, কিন্তু কোনো ফল মেলেনি। তিনি অসহায়ের মতো ঝুঁকি নিয়েই পাঠদান চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়ে বলেন, বিষয়টি তার জানা ছিল না। তিনি তাৎক্ষণিকভাবে সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
