ধানখেতের নালায় যুবকের লাশ

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার হাসুয়ারী এলাকায় ধানখেতের ড্রেইন থেকে মারুফ হাসান (২১) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে মাছ ধরে ফেরার পথে স্থানীয় ৪-৫ জন ব্যাক্তি হাসুয়ারী হইতে সাইডুলী নদীর ঘাটে যাওয়ার কাঁচা রাস্তার পাশে ধানখেতের নালায় একজনকে পড়ে থাকতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা দ্রুত স্থানীয় ইউপি সদস্য সোহেল মিয়াকে অবহিত করেন। ইউপি সদস্য সোহেল মিয়া ঘটনাটি কেন্দুয়া থানা পুলিশকে জানান।