জাকের পার্টির জনসভা
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে জাকের পার্টির উদ্যোগে জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার গোয়ালন্দ আনসার ক্লাব প্রাঙ্গণে পৌর জাকের পার্টির আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভার পর গোয়ালন্দ আনসার ক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা জাকের পার্টির সভাপতি ও রাজবাড়ী-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আলী বিশ্বাস (কাঞ্চন)। সভাপতিত্ব করেন গোয়ালন্দ পৌর জাকের পার্টির সভাপতি মো. সহিদুল ইসলাম সহিদ।=
