সাটুরিয়ায় ডোবা থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় বাড়ির সামনে ডোবা থেকে লক্ষ্মী রাজবংশী নামে অসুস্থ এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে সাটুরিয়া থানা পুলিশ। গতকাল সোমবার বেলা ১২টার দিকে দড়গ্রাম ইউনিয়নের পূর্ব বটতলা এলাকার ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত লক্ষ্মী রাজবংশী (৯৫) ওই এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বিছানায় শয্যাশায়ী। নিহতের ছেলে ঝন্টু রাজবংশী জানান, গত রোববার রাত একটার দিকে মায়ের ঘরে গিয়ে তাকে না পেয়ে সারারাত খোঁজাখুঁজি করি কিন্তু কোথাও পাইনি। সকালে বাড়ির সামনের ডোবায় মায়ের লাশ দেখতে পাই।