সোনাগাজীতে বিএনপির কর্মী সম্মেলন
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মী সম্মেলন গতকাল মঙ্গলবার বিকালে মতিগঞ্জ কমিউনিটি সেন্টার অনুষ্ঠিত হয়েছে। সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ন সম্পাদক এড. শাহানা আক্তার শানু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞাঁ, ফেনী জেলা মহিলাদলের সিনিয়র সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা, ফেনী জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, উপজেলা বিএনপি নেতা সেলিম রেজা, পৌরসভা বিএনপি নেতা রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞাঁ, সদস্য সচিব ইমাম হোসেন পবির, কেন্দ্রীয় জিয়া মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা, মতিগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা বখতেয়ার মালেক চৌধুরী, দেলোয়ার হোসেন দুলাল, একরামুল হক সবুজ, মো. আলী মেম্বার।
