রংপুরে ৩১ দফার প্রচারণায় গণসংযোগ
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্ত বায়ন ও ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে রংপুর মহানগরীতে গণসংযোগে নেমেছে বিএনপি। গতকাল মঙ্গলবার বিকালে নগরীর আমতলা বাজার, মাহিগঞ্জ। পরবর্তী রুট- জোড়ইন্দা, সরেয়ারতল, মেকুড়া, হোসেননগর, রঘু বাজার, নগর মীরগঞ্জ এলাকায় গণসংযোগ ও সর্বস্তরের জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন রংপুর সদর-৩ আসনে দলের মনোনয়ন প্রত্যাশী রংপুর মহানগর বিএনপি ও নাগরিক ঐক্যের আহ্বায়ক সামসুজ্জামান সামু। এরপর তিনি নগরীর রেলগেট, বাবুপাড়া, আনসারী মোড়, সাতমাথা ও মাহিগঞ্জ এলাকায় গণসংযোগ করেন। এ সময় বিএনপি নেতা সামসুজ্জামান সামু বলেন, বিএনপি যদি আবার ক্ষমতায় আসে, তাহলে দেশের মানুষের দুঃখ-দুর্দশা লাঘব হবে, জনগণ প্রকৃত মুক্তি পাবে। রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করে দেশের উন্নয়নে গতিশীলতা আনবে।
তিনি বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করছে। এ সময় তিনি দীর্ঘদিনের বঞ্চনা অবহেলার কথা স্মরণ করে বলেন রংপুর বারংবার অবহেলিত বঞ্চিত থেকেছে। বৈষম্য শিকার হয়েছে। একটা দল যদি তাকে মনোনয়ন দেয়, আর জনগণ তাকে নির্বাচিত করলে রংপুর-৩ আসনকে তার উন্নয়নের রূপরেখা ঘোষিত ১৯ দফার ভিত্তিতে সমৃদ্ধ রংপুর হিসেবে গড়ে তুলবেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সহকারী অধ্যাপক শাহিনুল ইসলাম শাহীন, ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন, রেজাউল ইসলাম লাবলু, জামিল খান, আশফাকুল বসুনিয়া আজাদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিকুর রহমান মনু, রংপুর জেলা মটর শ্রমিক আহ্বায়ক তাজুল ইসলাম হারুন চৌধুরী, ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাকিবুল আজাদ, ২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক এসএম আসিফুল ইসলাম, ২২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মেহেদী হাসান মিলন, ২৩নং বিএনপির সভাপতি ফজলার রহমান, ১৫নং বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন পলাশ, ২৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মমিনুল ইসলাম মমিন, ৩২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম সাকু, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল ইসলাম সবুজ, যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম তমাল ও অনীক, মহানগর ওলামা দলের আহ্বায়ক জামাল উদ্দিন ফয়জী, সদস্য সচিব হাফেজ নুর হক শাহ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক সাংগঠনিক সম্পাদক মোরসালিন মুন্না, সাবেক ছাত্রদল নেতা আরিফুর রহমান চঞ্চল প্রমুখ। এ সময় মহানগর এবং বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
