টাঙ্গাইলের ১৬০ প্রাথমিক বিদ্যালয়ে প্লে-গ্রাউন্ডের উদ্বোধন

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  টাঙ্গাইল প্রতিনিধি

‘বিশ্বকে বদলে দিতে, বিকশিত হই আনন্দের সঙ্গে’ প্রতিপাদ্যে টাঙ্গাইলে প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের স্কুলমুখী করতে ও ঝড়েপড়া রোধে আনন্দমুখর শিক্ষা নিশ্চিতে ১২টি উপজেলার ১৬০টি প্রাথমিক বিদ্যালয়ে প্লে-গ্রাউন্ড স্থাপন করা হচ্ছে। গতকাল মঙ্গলবার টাঙ্গাইল সদর উপজেলার খাগজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন, জেলা প্রশাসক শরীফা হক। ওই উদ্বোধনী অনুষ্ঠানে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক সুজন মহন্ত, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রনি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মামুনুর রহমান, সাধারণ সম্পাদক শামীম আল মামুন প্রমুখ।