রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমান, ওসি তদন্ত রফিকুল ইসলাম, উপজেলা জামায়েতের নায়েবে আমির মিজানুর রহমান, জামায়াতে আমির মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি রজব আলী, পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলী, সম্পাদক মহসিন আলী, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুন, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম, সফিকুল ইসলাম শিল্পী, সম্পাদক হুমায়ুন কবিরসহ বিজিবির কোম্পানি কমান্ডার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক প্রতিনিধিসহ আরও অনেকে।
