সারা দেশে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

সড়ক নিরাপত্তা ও সচেতনতা বাড়াতে নানা আয়োজনে সারা গতকাল বুধবার দেশে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি- এ প্রতিপাদ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যৌথ উদ্যোগে দিবসটি পালন করা হয়।
ময়মনসিংহ : গতকাল সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পরিবহন শ্রমিক, সড়ক নিরাপত্তা সংশ্লিষ্ট সংগঠন ও সাধারণ মানুষ অংশ নেন। র্যালি শেষে জেলা প্রশাসন চত্বরে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, বিআরটিএ ময়মনসিংহের উপ-পরিচালক সুব্রত কুমার দেবনাথসহ আরও অনেকে। বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন এবং হেলমেট পরিধানের প্রয়োজনীয়তা তুলে ধরেন। পথসভা শেষে বাইক চালক ও আরোহীদের মাঝে নিরাপদ সড়ক ব্যবহার নিশ্চিত করতে হেলমেট বিতরণ করা হয়।
মৌলভীবাজার : গতকাল সকালে জেলা প্রশাসকের অফিস থেকে র্যালি বের হয়ে প্রেসক্লাব চত্বর হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক ইসরাইল হোসেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামীর আলী, জেলা বিএনপি নেতা মো: ফখরুল ইসলাম, জেলা হেফাজতের নেতা জামিল আহমদ কাসেম, জুলাই মঞ্চের আহ্বায়ক তানজিলা শিশির, বৈষম্যবিরোধী ছাত্রনেতা কাজী মনজুর, মিছবাহ আহমদ। র্যলি ও আলোচনা সভায়, বিআরটিএ, সড়ক ও জনপথ বিভাগ, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় দুর্ঘটনায় নিহত, আহত ৬ জনকে ২০ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
রংপুর : দিবসটি উপলক্ষে রংপুর জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনাসভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের স্থানীয় সরকার বিভাগের পরিচালক (যুগ্মসচিব) আবু জাফর। জেলা প্রশাসন ও বিআরটিএ রংপুর সার্কেলের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের পরিচালক বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধিতে প্রতিবছর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়। নিরাপদ সড়ক নিশ্চিতে সড়কের অবকাঠামোগত উন্নয়ন ও আইন প্রণয়ন করা হলেও নানাবিধ কারণে দুর্ঘটনা এড়ানো সম্ভব হচ্ছে না। সভাপতির বক্তব্যে জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, বর্তমানে আমাদের দেশে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন অসংখ্য মানুষ আহত ও নিহত হচ্ছে। উল্টো পথে গাড়ি চালানো, অযথা ওভারটেকিংয়ের মানসিকতা, সাধারণ মানুষের ওভারব্রিজ ব্যবহারে অনাগ্রহ, ট্রাফিক আইন না মানার প্রবণতাকে তিনি সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ বলে উল্লেখ করেন। হেলমেট ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, দুর্ঘটনায় ক্ষতি এড়াতে বাইক চালকদের অবশ্যই মানসম্মত হেলমেট ব্যবহার করতে হবে। দ্রুত গন্তব্যে পৌঁছানোর লক্ষ্যে তাড়াহুড়ো ও অস্থিরতার মানসিকতা পরিহার করে তিনি সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন ডিআইজি রংপুর রেঞ্জের পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড অপারেশন্স) বি এম আশরাফুল উল্যাহ তাহের, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম উত্তর) মারুফ আহমেদ, রংপুর পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জয়নাল আবেদীন, রংপুর জেলা পরিবহণ মালিক সমিতির প্রতিনিধি অসীম বারী, জেলা পরিবহন শ্রমিক সমিতির প্রতিনিধি শহিদুল ইসলাম প্রমুখ।
নওগাঁ : দিবসটি গতকাল শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে একটি শোভাযাত্রার বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক আব্দুল আউয়াল। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথির সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক, বিআরটিএ মোটরযান পরিদর্শক আফতাবুল ইসলাম, বাস মালিক সমিতির সভাপতি সৈয়দ রেজাউল মোস্তফা কালিমী বাবু, নিরাপদ সড়ক চাই নওগাঁ জেলা শাখার সভাপতি ও জেলা প্রেসক্লাবের সভাপতি এ.এস.এম রায়হান আলম প্রমুখ বক্তব্য রাখেন। শোভাযাত্রার শুরুতে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির সূচনা করা হয়। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবহন মালিক-শ্রমিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা- সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি ও ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান। আলোচনা সভা শেষে সচেতনমূলক মানসম্মত হেলমেট বিতরণ করা হয়।
মুন্সীগঞ্জ : গতকাল সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মুছাব্বেরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট হালিম হোসেন, নিসচা মুন্সীগঞ্জ শাখার সভাপতি আতিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান, ক্রীড়াবিদ আয়নাল হক স্বপন, প্রেসক্লাব সভাপতি মীর বাছিরুদ্দিন জুয়েল দপ্তর সম্পাদক মাসুদ রানা সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ।
রাজশাহী : দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকালে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি বর্ণাঢ্য র্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা প্রশাসন ও বিআরটিএ রাজশাহী সার্কেলের যৌথ আয়োজনে সভার আয়োজন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু সুফিয়ান, বিআরটিএ রাজশাহী বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ার) পার্কন চৌধুরী, সহকারী পরিচালক ফয়সাল হোসেন, পরিদর্শক আবুল কালাম আজাদ প্রমুখ। সভায় বক্তারা সড়ক দুর্ঘটনা হ্রাসে সচেতনতা বৃদ্ধি, মানসম্মত হেলমেট ব্যবহার ও নিরাপদ গতির গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।
সাতক্ষীরা : গতকাল সকাল ১০টায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়। সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এসময় আরও বক্তব্য রাখেন- সড়ক ও জনপথ অধিদপ্তর সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনেয়ার পারভেজ, বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি শেখ আব্দুস সোবহান খোকন, ট্রাফিক পুলিশের পরিদর্শক শাহাবুদ্দিন মোল্লা, সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার জয়ন্ত সরকারসহ অন্যান্যরা। বক্তারা বলেন, দুর্ঘটনা রোধে চালক ও পথচারীদের সচেতন হতে হবে। মোবাইলে কথা না বলার পাশাপাশি ক্লান্তি, অসুস্থতা বা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে। সড়ক দুর্ঘটনা রোধে স্থানীয়ভাবে চালক ও হেলপারদের প্রশিক্ষণের মাধ্যমে সড়ক নিরাপত্তা জোরদার করতে হবে। একই সাথে সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও সচেতনতামূলক ক্যাম্পেইনের ব্যবস্থা নিতে হবে। আলোচনা সভা শেষে সেখানে ১০ জন চালকদের মাঝে হেলমেট বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক ওমর ফারুক। বক্তারা, ট্রাফিক আইন মানা, ফিটনেস সনদ থাকা, হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
ঝিনাইদহ : গতকাল জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর ও ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে মোটরসাইকেল চালকদের মাঝে এ হেলমেট বিতরণ করা হয়। হেলমেট বিতরণে জেলা ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। হেলমেট বিতরণের সময় উপস্থিত ছিলেন- সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান, সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার আহসান-উল-কবীর, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জিয়াউদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী মো: হাসান আল মামুন, সড়ক পরিবহন কর্তৃপক্ষের মোটরযান পরিদর্শক সজীব সরকার, ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমান, হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাসসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
