ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক সাত

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ সাতজনকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে আনোয়ারা থানাধীন পরৈকোড়া ইউনিয়নের কালীগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আনোয়ারা থানা সূত্রে জানা গেছে, থানার এসআই (নিরস্ত্র) মো. জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে রাত্রিকালীন ডিউটিতে থাকাকালে গোপন সূত্রে খবর পান পরৈকোড়া ইউনিয়নের কালীগঞ্জ ব্রিজের দক্ষিণ পাশে ২০-২৫ জন ডাকাত সদস্য অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে থানার ওসি মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালানোর চেষ্টা করলে ধাওয়া করে সাতজনকে আটক করে পুলিশ।