সাব-ডিলারদের মানববন্ধন
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা এবং উক্ত অ্যাসোসিয়েশনের (টিও) লাইসেন্সের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে সাব-ডিলারদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব প্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) সিরাজুস সালেহীন এবং উপজেলা কৃষি অফিসার আরিফুজ্জামানের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
গতকাল শৈলকুপা উপজেলা মোড়ে সাব-ডিলার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সাব-ডিলার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর আলম বাদশার সঞ্চালনায় কয়েকজন সাব-ডিলার তাদের দাবি দাওয়া তুলে ধরেন। বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সভাপতি বাবুল আক্তার।
