বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল উদ্দিন সরকার পাপ্পুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ফিরিয়ে দেওয়া হয়েছে তার দলের প্রাথমিক সদস্য পদও। গতকাল শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পূর্বে যাদের বহিষ্কার করা হয়েছিল, তাদের আবেদন পর্যালোচনা করে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল।

তিনি বলেন, গণতন্ত্রের সংগ্রামে যারা অতীতে নিবেদিত ছিলেন, তাদের ফেরানো হয়েছে ঐক্যের স্বার্থে।