শ্যামনগরে সম্প্রীতি সমাবেশ

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাতক্ষীরা জেলা বিএনপি নেতা মনোনয়ন প্রত্যাসী মাষ্টার আব্দুল ওয়াহেদের উদ্যোগে বিভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার শ্যামনগর নকিপুর হরিচরন মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপি নেতা আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ। বিশেষ অতিথি ছিলেন- কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এ্যাড. খান আব্দুস সালাম, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান আমিন, যুবদল কেন্দ্রীয় কমিটির নেতা সাজাহান রনি, সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা টাইগার সোহেল, মহিলা দলের কেন্দ্রী নেতা নুরজাহান পারভীন ঝরনা, সাতক্ষীরা জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট আশেক এলাহী মুন্না, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ নেতা কিরন শংকর চ্যাটার্জী, অ্যাড, মাসুদুল আলম দোহা, সাবেক প্রধান শিক্ষক কৃষ্ণন্দ মুখার্জী প্রমুখ।