সোনাগাজীতে অভিভাবক সমাবেশ

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

শিক্ষার মানোন্নয়নে ফেনীর সোনাগাজী সদর ইউনিয়নে অবস্থিত মুন্সি খুরশিদ আলম বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিবাবক সমাবেশ গতকাল শনিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সোনাগাজী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর নিতাই চরণ ভৌমিকের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত কাস্টম কমিশনার এনামুল হক। সাবেক বিএনপি নেতা মহসিন পাটোয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- ঢাকাস্থ ডিসিএটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন, সোনাগাজী পৌরসভার সাবেক মেয়ার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু, সোনাগাজী পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান সহযোগী মোরশেদ আলম প্রিন্স, ফেনী জেলা যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক সিরাজুল ইসলাম বিএ, সোনাগাজী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ হোসাইন মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, যুবদল নেতা সাব্বির রায়হান তারেক ও দাতা সদস্য গোলাম আজম।