জামায়াত পিআর নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে
বললেন বরকত উল্যাহ বুলু
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকত উল্যাহ বুলু বলেছেন- জামায়াত বার বার দেশের জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, এমন দ্বিচারিতার মানুষদের দল থেকে দূরে থাকার আহ্বান করেন। তিনি আরও বলেন জামায়াতে ১৯৪৪-৪৭, ৭১-৯৬ বার বার দেশেও জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এখন পিআর নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি লক্ষ্য আন্দোলনের ভয় দেখাচ্ছে।
গত শুক্রবার সন্ধ্যায় রাতে বেগমগঞ্জ উপজেলা এখলাশপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ কালে পথসভায় তিনি এই সব কথা বলেন।
তিনি আরও বলেন- আগামী দিনে বাংলাদেশকে রক্ষা করতে হলে, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের মার্কা ধানের শীষ মার্কাকে বিজয়ী করতে হবে। এছাড়া তারেক রহমান বলেছেন বিএনপি এককভাবে ক্ষমতায় যাবে না, আন্দোলন সংগ্রামে থাকা প্রায় ৫০টি দল সবাইকে নিয়ে ক্ষমতায় যাবেন। এ জন্য বিএনপি এখন ২০০ আসনে প্রার্থী ঘোষণা করবেন।
এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাখী, উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষা চন্দ্র দাস, অ্যাডভোকেট আবদুর রহিম চুন্নু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আহম্মদ উল্ল্যাহ, সদস্য তারেকুজ্জামান, ধনু, টিপু, যুবদলের আহ্বায়ক রুস্তম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোরশেদ সিরাজী, বিশিষ্ট ব্যবসায়ী নুর নবী চৌধুরীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
