বরিশালে দলবদ্ধ ধর্ষণের মামলায় চারজনের মৃত্যুদণ্ড

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বরিশাল ব্যুরো

বরিশালে তরুণীকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় চারজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। গতকাল রোববার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রকিবুল ইসলাম তিন আসামির উপস্থিতিতে এ রায় দেন। একইসঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রাসেল গাজী, রাজিব জমাদ্দার, মো. জাহিদ ও খোকন খান। এরমধ্যে আসামি খোকন খান পলাতক রয়েছে। আসামি চারজনই বরিশাল নগরীর ধান গবেষণা রোড এলাকার বাসিন্দা। নারী ও শিশু নির্যাতন দমন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল মান্নান মৃধা জানান, ধর্ষণের শিকার তরুণী বরিশাল নগরীর ২৪নং ওয়ার্ডের বাসিন্দা। ২০১৬ সালের ১০ নভেম্বর তরুণী বাসা থেকে এক লাখ টাকা নিয়ে শেবাচিম হাসপাতালে যাচ্ছিলেন। এ সময় তিনি একটি অটোরিকশায় উঠলে চালক তাকে অন্যত্র নিয়ে যায়। তিনি ডাক-চিৎকার করলে আসামিরা তাকে মারধর করে।

পরে নগরীর ত্রিশ গোডাউন এলাকায় খ্রীস্টান পাড়ায় জঙ্গলের মধ্যে নিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়। পরদিন সকালে তার পরিবার তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে।

এ ঘটনার পরদিন ভুক্তভোগী তরুণী বাদী হয়ে চারজনকে আসামি করে কোতয়ালী মডেল থানায় মামলা করেন।