চরফ্যাশনে বিএনপির জনসভা
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
৩১ দফা বাস্তবায়নে ভোলার চরফ্যাশনে জনসভা করেছে উপজেলা বিএনপি এবং দলটির সহযোগী সংগঠন। গতকাল রোববার চরফ্যাশন শহরের সদর রোডে এ জনসভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজের সভাপতিত্বে উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলালর সঞ্চালনায় অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- ভোলা ৪ আসনে (চরফ্যাশন-মনপুরা) বিএনপির মনোনয়ন প্রত্যাশী আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন- জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ট্রুমেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মীর ছায়েদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ প্রমুখ। জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম জামায়াতে ইসলামিকে উদ্দেশ করে বলেছেন, আপনাদের ন্যায় আমাদের ও হাজার হাজার নেতাকর্মী হত্যা ও গুম করেছিল আওয়ামী লীগ।
তাদের বিচার করতে হলে একটি নির্বাচিত টেকসই সরকার প্রয়োজন। আওয়ামী লীগ ও ইন্ডিয়া নির্বাচন বানচাল করতে চায়। আপনারাও যদি তাদের সঙ্গে সুর মিলান তাহলে এটা ভালো হবে না। আপনাদেরকে চিন্তা করতে হবে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য। জনগণ যাদের ভোট দিবে তারা নির্বাচিত হয়ে সরকার গঠন করবে।
