কৃষকদের বিনামূল্যে ফসলের বীজ ও সার বিতরণ
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার সকাল ১১টার দিকে ২০২৫-২৬ অর্থ বছরে রবি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ বীজ-সার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে বিতরণকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাশিদুল কবির। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস। উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাদেক হোসেনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. শহিদুল ইসলাম মঞ্জু ও কৃষক দলের আহ্বায়ক মো. ফারুক হোসেন।
