পল্টন ট্র্যাজেডি দিবস পালিত
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকা মহানগর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজীগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে গত মঙ্গলবার (আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর জামায়াতে ইসলামী আমির মাওলানা আবুল হাসানাত পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও শিক্ষাবিদ মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- তালিমুল কোরআনের সদস্য হাফেজ মীর হোসাইন, ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আবু জাফর, জামায়াতে ইসলামী নায়েবে আমির কবির হোসাইন ও পৌর ছাত্রশিবিরের সভাপতি আব্দুস সালাম। সভা সঞ্চালনা করেন পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা শফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন- হাজিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম ও সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার প্রমুখ।
