শরীয়তপুরে সওজ কর্মচারীদের কর্মবিরতি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
শরীয়তপুর প্রতিনিধি
পাঁচ দফা দাবি আদায়ের লক্ষে শরীয়তপুর সড়ক ও জনপথ অধিদপ্তরে কর্মরত কর্মচারীরা কর্মবিরতি পালন করছে। আগামী ৩০ অক্টোবরের মধ্যে দাবি পূরণ না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়ার কথা জানায় দাবি বাস্তবায়ন ঐক্য পরিষদ। গত ১৩ অক্টোর থেকে প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করছে শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগের কর্মরত কর্মচারী দাবি বাস্তবায়ন ঐক্য পরিষদ।
দাবি বাস্তবায়ন ঐক্য পরিষদ শরীয়তপুরের সমন্বয়কারী বিএম গোলাম মাওলা বলেন, মাস্টার রোলের কর্মচারীদের ওয়ার্কচাজ কোডে বেতন প্রদান, ২৭-৭ মামলার রায় কর্মচারী নিয়োগের প্রথম দিন থেকে গন্য করা, নিয়মিত কর্মচারীদের স্থায়ীকরন, পদোন্নতি ও টাইমস্কেল প্রাপ্যতা অনুযায়ী প্রদান, অধিদপ্তরের ১৯৯২ অর্গানোগ্রাম সব ক্ষেত্রে বাস্তবায়ন ও প্রকল্পের কর্মচারীদের পরবর্তী প্রকল্পে অগ্রাধিকার ওভারটাইমের ব্যবস্থা করতে হবে।
