আক্কেলপুরে ২৫ হাজার হেক্টর জমিতে রবিশষ্য চাষ
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুরে চলতি রবি মৌসুমে প্রায় ২৫ হাজার হেক্টর জমিতে রবিশস্যর চাষ শুরু করেছেন কৃষকরা। উপজেলা কৃষি উন্নয়ন অধিদপ্তর থেকে এ তথ্য জানা গেছে।
উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন জানিয়েছেন, চলতি রবি মৌসুমে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে- উফশি জাতের ৫ হাজার ৩’শ হেক্টর ও স্থানীয় জাতের ৮’শ ২০ হেক্টর জমিতে।
মিষ্টি আলুর চাষ ধরা হয়েছে ৩০ হেক্টর জমিতে, সরিষা চাষ ধরা হয়েছে ২ হাজার ২’শ ১০ হেক্টর, গম চাষের লক্ষমাত্রা ধরা হয়েছে ১’শ হেক্টর, ভুট্রার চাষ ধরা হয়েছে ১’শ ১৫ হেক্টর, মশুর ডাল ৫ হেক্টর, পেঁয়াজ কন্দ ৩০ ও চারা ৭০ হেক্টর, রসুন ১২ হেক্টর, মরিচ (কাঁচা) হাইব্রিড ৩০ ও উফশি ১০ হেক্টর, বেগুন ৬ হেক্টর, সীম ৫০ হেক্টর, ফুলকপি ৪ হেক্টর, বাঁধাকপি ৪ হেক্টর, মিষ্টি কুমড়া ১’শ হেক্টর লাউ ২ হেক্টর, বরবটি ৩ হেক্টর ,খিরা ৫ হেক্টর, করলা ১ হেক্টর, অন্যান্য শাকসবজিসহ প্রায় ২৫ হাজার হেক্টর জমিতে রবিশষ্য চাষ শুরু হয়েছে।
এছাড়া বোরোর বীজ তলা নির্ধারণ করা হয়েছে, হাইব্রিড ৪১ ও উফশি ৪৬৬ হেক্টর, ইরি বোরো আবাদ ধরা হয়েছে হাইব্রিড ১ হাজার ৩০ হেক্টর এবং উফশি ৯ হাজার ৩’শ ২০ হেক্টর জমিতে ইরি বোরোর চাষ নির্ধারণ হয়েছে। তিনি আরও জানান, এরইমধ্যে রবিশষ্য চাষ শুরু হয়েছে।
