৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার পূর্বধলায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার শ্যামগঞ্জ বাজারে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলী। উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মজিবুর রহমান মানিকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান তালুকদার, সাবেক সহ-সভাপতি নূর হোসেন, যুবদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন দর্পণ, উপজেলা বিএনপির সদস্য আব্দুল মন্নান বিশ্বাস, যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল ও ছাত্রদলের নেতারা। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ রাবেয়া আলী বলেন, বাংলাদেশ আজ এক কঠিন সময় অতিক্রম করছে। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা আমাদের দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের মূল চাবিকাঠি। বিএনপি অন্যায়ের বিরুদ্ধে জনগণের শক্তি হিসেবে মাঠে নেমেছে। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শুধু একটি রাজনৈতিক ইশতেহার নয়, এটি হচ্ছে দেশের মানুষকে মুক্ত করার রূপরেখা।
