সমৃদ্ধ রংপুর বিনির্মাণে ব্যবসায়ীদের সভা

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

সমৃদ্ধ রংপুর বিনির্মাণে ব্যবসায়ী নেতাদের ভাবনা শীর্ষক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রংপুর চেম্বার ভবনে রংপুর মহানগর বিএনপি ও বৈষম্য বিরোধী নাগরিক ঐকের আহ্বায়ক সামসুজ্জামান সামু রংপুরের ব্যবসায়ী নেতাদের ভাবনা শীর্ষক এই পরামর্শের সভা আয়োজন করেন।

এতে বক্তব্য রাখেন- রংপুর চেম্বারের প্রেসিডেন্ট আলহাজ এমদাদ হোসেন, রংপুর মেট্রোপলিটন চেম্বারের ভাইস প্রেসিডেন্ট নুরুল ইসলাম পটু, রংপুর মেট্রোপলিটন চেম্বারের পরিচালক নাজমুল আলম নাজু, রংপুর ডেইরি ফার্মস অ্যাসোসিয়েশনের সভাপতি লতিফুল ইসলাম মিলন, রংপুর উইমেন চেম্বারের প্রেসিডেন্ট শাহনাজ পারভীন, পরিচালক গুলশান আরা ইয়াসমিন, জেলা পরিষদ সুপার মার্কেট ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি জাভেদ হোসেন জুয়েল, ব্যবসায়ী নেতা মকসুদার রহমান সুমন, শাহ সালেক মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, মাহিগঞ্জ জমজম এগ্রো ফিডের চেয়ারম্যান আব্দুল মতিন আজিজী, লালবাগ হাট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি আশরাফুল ইসলাম আঙ্গুর, ইটভাটা মালিক সমিতির সদস্য আলহাজ মমিনুল ইসলাম মমিন, মর্ডান মোড় ব্যবসায়ী সমিতির আহ্বায়ক শাফিকুল ইসলাম, পালিচড়াহাট ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, পার্ক মোড় ব্যবসায়ী সমিতির সভাপতি লাভলু মিয়া প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক শাহিনুল ইসলাম শাহিন।

বক্তারা বলেন, রংপুর সদর-৩ সদরবাসী দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। এখন সময় এসেছে পরিবর্তনের। এমপি পদে যোগ্য প্রার্থীকে মনোনয়ন, বিএনপি ও ধানের শীষ প্রতীকের প্রার্থী করে নির্বাচিত করতে পারলে রংপুরের কাঙ্ক্ষিত উন্নয়ন হবে।

বক্তারা আরও বলেন, রংপুরে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি, মানুষের জীবন মান উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রয়োজন ব্যাপক দেশি-বিদেশি বিনিয়োগের বন্দোবস্ত করা, বিনিয়োগ বান্ধব পরিবেশ উপহার দিলে বিনিয়োগ উৎসাহিত হবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে, সাধারণ জনগণের ক্রয়ক্ষমতা বাড়বে। রংপুর এবং যুগপৎভাবে দেশ এগিয়ে যাবে। জিডিপি এবং জিএনপিতে রংপুরের অবদান বৃদ্ধি পাবে। নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। স্থায়ী, টেকসই কর্মসংস্থানের জন্য শিল্প কারখানা স্থাপনে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখা। গ্যাস নির্ভরশীল শিল্প ও কারখানাগুলোতে গ্যাস সংযোগের বিষয়টি তরান্বিত করা। নতুন উদ্যেক্তাদের ঋণের ব্যবস্থা নিশ্চিত করে উদ্যেক্তা ও কর্মসংস্থান নিশ্চিত করাসহ রংপুর সদর-৩ আসনের উন্নয়নে নানা বক্তব্য তুলে ধরেন। এ সময় রংপুর চেম্বার, মেট্রোপলিটন চেম্বার, উইমেন্স চেম্বার, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।