স্বামীকে হত্যার অভিযোগে নববধূ গ্রেপ্তার

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে পরকীয়া প্রেমিকের পরামর্শে স্বামী আব্দুল করীমকে (২৫) গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নববধূ তানজিলাকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। এমন নির্মম হত্যাকাণ্ড ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নন্দলালপুর গ্রামে। শাহজাদপুর থানার ওসি আছলাম আলী জানান, প্রায় এক মাস আগে নন্দলালপুর গ্রামের নবী মন্ডলের ছেলে গাড়িচালক আব্দুল করিম পাবনার সাথিয়া উপজেলার বাঐটোলা গ্রামের হাচেন আলীর মেয়ে তানজিলাকে বিয়ে করে। এ বিয়ের আগে থেকেই ওই নববধূ একই গ্রামের সিএনজি চালক নাহিদের সঙ্গে গভীর প্রেমের সম্পর্ক ছিল। এ বিয়ের পর তানজিলা বাবার বাড়িতে গেলে প্রেমিক নাহিদ তাকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করে। একপর্যায়ে তানজিলার স্বামীকে দুনিয়া থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়।