চাঁপাইনবাবগঞ্জে পুলিশের ৯ কর্মকর্তার রদবদল
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশে বড় ধরনের রদবদল হয়েছে। গত মঙ্গলবার পুলিশ সুপার মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক অফিস আদেশে একযোগে ৯ জন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। জেলা পুলিশ সুপার কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া, যার মাধ্যমে কর্মকর্তাদের অভিজ্ঞতা এবং দক্ষতার সঠিক ব্যবহার নিশ্চিত করা হয়। এটিকে জেলার আইনশৃঙ্খলা রক্ষা এবং পুলিশি কার্যক্রমে নতুন গতি আনার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ৩ জন গুরুত্বপূর্ণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং ১ জন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) কর্মকর্তারা রয়েছেন। এই আদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে সদর থানায়। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শাহীন আকন্দকে জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সদর মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। অন্যদিকে, সদর থানার সদ্য বিদায়ী ওসি মো. মতিউর রহমানকে পাঠানো হয়েছে ভোলাহাট থানায়। বদলি হওয়া চার ওসির মধ্যে ভোলাহাট থানার ওসি শহিদুল ইসলামকে নাচোল থানায় এবং নাচোল থানার ওসি মনিরুল ইসলামকে গোয়েন্দা পুলিশে পদায়ন করা হয়েছে। এছাড়া, ডিএসবির গুরুত্বপূর্ণ কর্মকর্তা ওবাইদুল হককে পুলিশ হাসপাতালের ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়াও গুরুত্বপূর্ণ তিনটি শাখার কর্মকর্তাদের মধ্যেও হয়েছে অদলবদল। কোর্ট পুলিশের পরিদর্শক মো. মজিবুর রহমান এখন অপরাধ শাখার ইনচার্জ এবং অপরাধ শাখার ইনচার্জ মো. শহীদুল্লাহ্ এখন কোর্ট পুলিশের পরিদর্শক।
বিভিন্ন মহল থেকে আসা প্রতিক্রিয়ায় সাধারণ মানুষ এই রদবদলকে স্বাগত জানিয়েছেন। অনেকের প্রত্যাশা, নতুন কর্মকর্তারা তাদের নিজ নিজ কর্মস্থলে আরও দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। যাতে সাধারণ মানুষ দ্রুত পুলিশি সেবা পায় এবং আইনশৃঙ্খলার উন্নতি হয়।
সচেতন নাগরিকরা মনে করেন, বদলি আদেশে কোনো কর্মকর্তাকে জেলা থেকে বাইরে পাঠানো হয়নি, বরং সবাই জেলার অভ্যন্তরেই এক বিভাগ থেকে অন্য বিভাগে বদলি হয়েছেন। এটি ইঙ্গিত দেয় যে বদলির পুলিশ কর্মকর্তাদের তাদের অভিজ্ঞতাকে জেলার বিভিন্ন প্রান্তে ব্যবহার করা।
