ব্যক্তিগত জায়গায় প্রকল্প স্থগিত
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামের ব্যক্তিগত জায়গায় পরিষদের উন্নয়নের প্রকল্প কাজ স্থগিত করেছে উপজেলা প্রশাসন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই গ্রামের জনৈক রহমানের বাড়ি থেকে হোসেন হাজীর বাড়ি পর্যন্ত ব্যক্তিগত জায়গায় রাস্তা নির্মাণে এ প্রকল্প নেওয়া হয়। এ জায়গার ওয়ারিশ সূত্রে মালিক শহীদুল ইসলাম গত মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর এ অভিযোগ করেন। অভিযোগে বলা হয়েছে, ২৭৪নং খতিয়ানের ২৬০নং দাগ ও আরএস ৫৮নং খতিয়ানের ২৬১ দাগ নিয়ে কোর্টে বাটোয়ারা মামলা চলমান রয়েছে। ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য একটি মহল ওই জায়গায় রাস্তা নির্মাণের প্রকল্প দেওয়া হয়। আদালতের দায়ের কৃত মামলা নং ১২৯/২০০৬। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন সোনাখাড়া ইউনিয়নের ইউপি মেম্বারকে তদন্ত সাপেক্ষে ওই প্রকল্পের কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে ওই ইউনিয়ন পরিষদের প্রশাসক ও রায়গঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান বলেন, উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের নির্দেশে ওই প্রকল্পের জায়গা পরিদর্শন করা হয়েছে এবং রাস্তা নির্মাণের প্রকল্প স্থগিত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
