লালমোহনে পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
লালমোহন (ভোলা) প্রতিনিধি
ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে সানজিদা (৮) ও সামিরা (৭) নামে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আশুলি গ্রামের মিঝি বাড়িতে এ ঘটনা ঘটে।
সানজিদা ওই বাড়ির মো. আলাউদ্দিনের মেয়ে এবং সামিরা মো. মোসলেউদ্দিনের মেয়ে। তারা দুজন সম্পর্কে চাচাতো বোন। পুলিশ ও শিশুদের স্বজনরা জানান, সকালে দুজন একইসঙ্গে মাদ্রাসায় ক্লাস শেষে বাড়ি ফিরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। পুকুরে ঘাটলা থেকে প্রথমে একজন পানিতে পড়ে যায় এবং পুকুরের গভীরতা বেশি থাকায় সে ডুবে যায়। অন্যজন তাকে বাঁচাতে গেলে সেও ডুবে যায়। একপর্যায়ে তাদেরকে পুকুরের ঘাটলায় না দেখে স্বজনরা পুকুরে নেমে তাদেরকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করেন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। লালমোহন থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় তাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়া একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
