সিভাসুতে কর্মশালা

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) গতকাল বৃহস্পতিবার ল্যাবরেটরি অ্যাক্রেডিটেশন অ্যান্ড কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের (পিআরটিসি) সম্মেলনকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় পিআরটিসির ল্যাবরেটরির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক এবং পিআরটিসিসহ সিভাসু’র সব ল্যাবে কর্মরত কর্মকর্তারা অংশগ্রহণ করেন। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত উক্ত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। এতে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. খ. নূরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. আহাদুজ্জামান। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী কর্মশালার চারটি টেকনিক্যাল সেশন পরিচালনা করেন মানিকগঞ্জ জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ও বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড-এর অ্যাসেসর মোশারফ হোসেন।