ঘুমন্ত মায়ের পাশ থেকে শিশু নিখোঁজ

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ভোলা প্রতিনিধি

ভোলায় ঘুমন্ত মায়ের পাশ থেকে তাসপিয়া নামে ১১ মাস বয়সি এক শিশু নিখোঁজ হয়েছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গফুর আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। শিশুটি ওই বাড়ির বাসিন্দা মাওলানা জামাল ও কুলসুম বিবি দম্পতির ছোট মেয়ে।

শিশুটির পরিবার ও স্থানীয়রা জানান, শিশুটির বাবা মাওলানা জামাল পেশায় মসজিদের ইমাম এবং কাচিয়া ইউনিয়নের মাঝেরচরে একটি মসজিদে থাকেন তিনি। গত বৃহস্পতিবার রাতে নিজ বসতঘরে শিশুটি তার মায়ের পাশে ঘুমিয়ে ছিল। একপর্যায়ে ভোরে শিশুটিকে দুগ্ধ পান করানোর জন্য তার মা ঘুম থেকে উঠে দেখেন শিশুটি তার পাশে নেই। শিশুর ঘুমানোর জায়গায় একটি কোলবালিশ কাঁথা দিয়ে ঢেকে রাখা হয়েছে।

নিখোঁজ শিশু তাসপিয়ার ভাই আমানুল্লাহ জানান, রাত সাড়ে ১২টার দিকে তার মুরগির খামারের কাজ শেষে ঘরে ফিরে আমার বোন তাসপিয়াকে মায়ের পাশে ঘুমন্ত অবস্থায় দেখেছি। পরে আমি পাশের রুমে ঘুমিয়ে গেছি। ভোরে মা ঘুম থেকে উঠে দেখেন তার পাশে তাসপিয়া নেই, তার জায়গায় কাঁথা মোড়ানো কোলবালিশ রয়েছে। ভোর থেকেই চারিদিকে খুঁজতেছি।