সিরাজগঞ্জে হত্যামামলায় গ্রেপ্তার দুই
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ সদর উপজেলার মাদককারবারি মঞ্জু হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ। এ হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তারা হলেন- ওই উপজেলার খোর্দ্দ শিয়ালকোল গ্রামের জাহাঙ্গীর আলম (৩৭) ও আলম খান (৩৬)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিবিআই’র পুলিশ সুপার এমএন মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিরাজগঞ্জ সদর উপজেলার খোর্দ্দ শিয়ালকোল গ্রাম এলাকা থেকে গত ৯ অক্টোবর মঞ্জুরের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি একই এলাকার সরাইচন্ডি গ্রামের ইউনুস আলীর ছেলে।
এ ব্যাপারে নিহতের স্ত্রী বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। এ ঘটনায় পিবিআই পুলিশ ছায়া তদন্ত শুরু করে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলাটি পিবিআইকে হস্তান্তর করা হয়। পিবিআইয়ের বিশেষ অভিযানে গাজীপুরের একটি গার্মেন্টেসের গেইট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ হত্যাকাণ্ডে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে জড়িত থাকার কথা স্বীকার করে গত বুধবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে।
